Country

1 year ago

Narendra Modi : বারাণসীতে টিবি মুক্ত পঞ্চায়েত সহ পাঁচটি উদ্যোগের সূচনা করেন প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

বারাণসী/নয়াদিল্লি, ২৪ মার্চ : আজ 'বিশ্ব যক্ষ্মা দিবস' উপলক্ষে তাঁর সংসদীয় এলাকা বারাণসী থেকে একটি টিবি-মুক্ত পঞ্চায়েত সহ পাঁচটি উদ্যোগের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত 'ওয়ান ওয়ার্ল্ড টিবি সামিট'-এ রিমোট বোতামে টিবি-মুক্ত পঞ্চায়েত উদ্যোগ ছাড়াও অল ইন্ডিয়া ব্রিফ টিবি প্রিভেন্টিভ ট্রিটমেন্ট (টিপিটি) আনুষ্ঠানিকভাবে চালু করেন প্রধানমন্ত্রী মোদী। মোদী টিবির জন্য পরিবার-কেন্দ্রিক যত্নের মডেল এবং ভারতের বার্ষিক টিবি রিপোর্ট প্রকাশ সহ বিভিন্ন উদ্যোগও চালু করেছেন।

উত্তরপ্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

You might also like!