Country

1 year ago

Draupadi murmu : রাষ্ট্রপতি মুর্মু, প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ জানালেন বিহার দিবসের শুভেচ্ছা

Draupadi  Murmu
Draupadi Murmu

 

নয়াদিল্লি, ২২ মার্চ  : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার বিহার দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত বাসিন্দাকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি মুর্মু এদিন টুইট করেছেন, “বিহার দিবসে রাজ্যের সমস্ত বাসিন্দাদের শুভেচ্ছা। ভগবান মহাবীর, ভগবান বুদ্ধ এবং গুরু গোবিন্দ সিং জির সঙ্গে যুক্ত এই গৌরবময় ভূমি গণতন্ত্রের জননীও। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিহারের পরিশ্রমী ও মেধাবীরা উন্নয়ন ও সমৃদ্ধির নতুন গল্প লিখবে।

মোদী টুইটে লিখেছেন, “বিহার দিবসে আমাদের রাজ্যের সকল ভাই ও বোনদের অনেক অনেক অভিনন্দনে। সমৃদ্ধ ইতিহাস ও প্রাণবন্ত সংস্কৃতির জন্য বিখ্যাত, বিহারের জনগণ দেশের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রেই অতুলনীয় অবদান রাখছে। নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে তিনি তৈরি করেছেন বিশেষ পরিচিতি।

শাহ টুইটে লিখেছেন, “সকলকে ‘বিহার দিবস’-এর শুভেচ্ছা। প্রাচীন কাল থেকেই বিহার ভারতের শিক্ষা ও নীতির কেন্দ্র ছিল। মোদীজির নেতৃত্বে আমরা ভারতের এই মুকুট রত্নটির প্রতিপত্তি, সমৃদ্ধি এবং গৌরব পুনরুদ্ধার করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমি রাজ্যের মানুষের অব্যাহত সমৃদ্ধি কামনা করি।


You might also like!