Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

Country

2 months ago

PM to visit Bihar: শুক্রবার গয়ায় ১৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ২২ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বেলা ১১টা নাগাদ বিহারের গয়ায় ১৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। পিআইবি-র তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বিহারে গঙ্গার ওপর ১.৮৬ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের সেতুর পাশাপাশি ৩১ নম্বর জাতীয় সড়কে ৮.১৫ কিলোমিটার দীর্ঘ ঔনটা-সিমারিয়া সেতু প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পে খরচ হয়েছে ১,৮৭০ কোটি টাকা। এর ফলে, পাটনার মোকামা এবং বেগুসরাইয়ের মধ্যে যোগাযোগ স্থাপিত হবে। এই সেতু তৈরির ফলে উত্তর বিহারের আর্থিক অগ্রগতি ত্বরান্বিত হবে।

প্রধানমন্ত্রী ৩১ নম্বর জাতীয় সড়কে বক্তিয়ারপুর থেকে মোকামা পর্যন্ত চারলেনের রাস্তার উদ্বোধন করবেন। এই প্রকল্পে খরচ হয়েছে প্রায় ১,৯০০ কোটি টাকা। ৬,৮৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বক্সার তাপবিদ্যুৎ কেন্দ্রেরও (৬৬০x১ মেগাওয়াট) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী গয়া ও দিল্লির মধ্যে যাতায়াতকারী অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করবেন।

পিএমএওয়াই (গ্রামীণ) প্রকল্পের আওতায় ১২ হাজার সুবিধাপ্রাপক এবং পিএমএওয়াই (শহরাঞ্চল) প্রকল্পে ৪,২৬০ জন সুবিধাপ্রাপকের গৃহপ্রবেশ অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদী। কয়েকজন সুবিধাপ্রাপকের হাতে তিনি ঘরের চাবিও তুলে দেবেন।

You might also like!