Country

1 month ago

Ramdev:পতঞ্জলির 'বিভ্রান্তিকর' বিজ্ঞাপন : সুপ্রিম-তলবের পরেই ক্ষমা চাইলেন আচার্য বালকৃষ্ণ

Ramdev
Ramdev

 

নয়াদিল্লি, ২১ মার্চ : পতঞ্জলির ‘বিভ্রান্তিকর বিজ্ঞাপন’ নিয়ে সুপ্রিম কোর্টে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) তথা যোগগুরু বাবা রামদেবের সহযোগী আচার্য বালকৃষ্ণ। গত মঙ্গলবারই পতঞ্জলির এই বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় রামদেব এবং বালকৃষ্ণকে তলব করেছিল শীর্ষ আদালত। তার পর হলফনামা দিয়ে ক্ষমা চেয়ে নিলেন রামদেব-সহযোগী বালকৃষ্ণ। আদালতে জমা দেওয়া ছোট হলফনামায় বালকৃষ্ণ লিখেছেন, “সংস্থার বিজ্ঞাপনে আপত্তিকর বাক্য থাকার জন্য তিনি দুঃখিত।”

আচার্য বালকৃষ্ণ, সুপ্রিম কোর্টে একটি হলফনামায় জানিয়েছেন, "ভবিষ্যতে যাতে এই ধরনের বিজ্ঞাপন জারি করা না হয় তা তিনি নিশ্চিত করবেন।" উল্লেখ্য, আদালত অবমাননা সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে রামদেবের সংস্থা পতঞ্জলিকে নোটিস দিয়ে কৈফিয়ত তলব করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নোটিসের কোনও জবাব না মেলায় ক্ষুব্ধ হয় শীর্ষ আদালত। মঙ্গলবার বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমান্নুলার বেঞ্চ রামদেব এবং বালকৃষ্ণকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। জানায় যে ২ এপ্রিল আদালতে হাজিরা দিতে হবে রামদেব এবং বালকৃষ্ণকে। তার আগেই হলফনামা দিয়ে ক্ষমা চাইলেন বালকৃষ্ণ।


You might also like!