শ্রীভূমি (অসম) ৩ এপ্রিল : শ্রীভূমি জেলায় ৩ এপ্রিল তারিখে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জারি করা এই বিজ্ঞপ্তি অনুসারে ১৬ টি জেলা পরিষদ আসনের জন্য ১৬ জন সদস্য, ৯৫ জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও ৯৫০ জন গ্রাম পঞ্চায়েত সদস্য নির্বাচনের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে ১-মাইজগ্রাম সুপ্রাকান্দি, ২-রাজাটিল্লা উমরপুর, ৩-শ্রীগৌরী, ৪-শ্রীমন্ত কানিশাইল বাশাইল, ১৩-কালিগঞ্জ, ১৪-লক্ষীবাজার,১৫-নিলাম বাজার, ১৬-টিলাবাড়ী বান্দরকোনা জেলা পরিষদ আসনের জন্য মনোনয়ন পত্র শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ে পাওয়া যাবে। পাশাপাশি ৫-চান্দখিরা, ৬-কানাইনগর ফাকুয়া, ৭-লোয়াইরপোয়া, ৮-রাধাপ্যারী জেলা পরিষদ আসনের জন্য মনোনয়ন পত্র পাথারকান্দি সমজেলা আয়ুক্ত কার্যালয়ে এবং ৯-আনিপুর, ১০-ভৈরবনগর, ১১-চেরাগী, ১২- দুল্লভছড়া জেলা পরিষদ আসনের জন্য মনোনয়ন পত্র রামকৃষ্ণ নগর সমজেলা আয়ুক্ত কার্যালয়ে পাওয়া যাবে।
এতে মনোনয়ন পত্র সরকারি ছুটির দিন ছাড়া আগামী ১১ এপ্রিল পর্যন্ত সকাল ১১টা থেকে বিকাল ৩টার মধ্যে প্রার্থী নিজে অথবা তার প্রস্তাবকের মাধ্যমে ওই কার্যালয়ে অনুমোদিত আধিকারিকের কাছে জমা দিতে পারবেন। পাশাপাশি মনোনয়ন পত্রগুলি ওই একই স্থানে ১২ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে যাচাই করা হবে। প্রার্থীত্ব প্রত্যাহারের জন্য ১৭ এপ্রিল বিকাল ৩টার মধ্যে ওই একই স্থানে আবেদন করা যাবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলে ২ মে তারিখে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে ভোট গ্রহণ করা হবে। অনুরুপভাবে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের জন্যও একই সময় ধার্য করা হয়েছে।