নয়াদিল্লি, ৮ আগস্ট : প্যারিস অলিম্পিক থেকে ভিনেশ ফোগাট ছিটকে যাওয়া ইস্যুতে বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিক্ষোভ প্রদর্শন করলেন বিরোধীরা। রাজ্যসভা থেকে বিরোধীরা ওয়াকআউট করেন। বিরোধীদের এই ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তিনি বলেছেন, "তাঁরা (বিরোধীরা) মনে করেন, তাঁরাই একমাত্র যাদের হৃদয় কাঁদছে..মেয়েটির জন্য সমগ্র দেশ বেদনার্ত। সবাই নিজেদের মনের কথা ভাগ করে নিচ্ছেন, এটাকে নিয়ে রাজনীতি করা, মেয়েটির প্রতি সবচেয়ে বড় অসম্মান। মেয়েটিকে অনেক দূর যেতে হবে।"
রাজ্যসভায় হৈ–হট্টগোলের জন্য এর আগে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়ানের তীব্র সমালোচনা করেন। ডেরেকের আচরণের তীব্র নিন্দা করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেছেন, "আপনি চেয়ারের উদ্দেশ্যে চিৎকার করছেন। আমি এই আচরণের নিন্দা জানাই। কেউ কি এমন ধরনের আচরণ করতে পারে?