Country

1 month ago

Bridge Collapse in Bihar: বিহারের সুপৌলে নির্মীয়মান সেতু ভেঙে মৃত্যু একজনের; আহত ১০, অর্থ সাহায্য ঘোষণা

Bridge Collapse in Bihar
Bridge Collapse in Bihar

 

সুপৌল, ২২ মার্চ: বিহারের সুপৌলে ভেঙে পড়ল নির্মীয়মান একটি সেতু। সেতু ভেঙে মৃত্যু হয়েছে একজনের। এছাড়াও আহত হয়েছেন ১০ জন। শুক্রবার ভেজা-বাকাউরের মধ্যে মারিচায় একটি নির্মীয়মান সেতুর একটি অংশ ভেঙে পড়েছে। জেলাশাসক কৌশল কুমার বলেছেন, "সেতুর একাংশ ভেঙে পড়েছে, এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও ১০ জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন এবং সবাই বিপদমুক্ত। নিহতের পরিবারকে ১০ লক্ষ টাকা ও আহতদের এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।"

বিহারে তৈরি হওয়া দেশের দীর্ঘতম সেতুর স্ল্যাব ভেঙে পড়ার খবর পাওয়া যায় শুক্রবার সকালে। দুর্ঘটনাটি ঘটেছে মধুবনীর ভেজা ও সুপৌলের বাকুরের মধ্যে মারিচা এলাকায়। এই দুর্ঘটনায় বহু শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গের এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেলেও তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

১২০০ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রক দ্বারা নির্মিত এই ১০.২ কিলোমিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ গত বেশ কয়েক বছর ধরেই চলছে। এই সেতু তৈরি হলে সুপৌল থেকে মধুবনির দূরত্ব ৩০ কিলোমিটার কমে যাবে। শুক্রবার সেই সেতুই ভেঙে মৃত্যু হয়েছে এক শ্রমিকের ও আহত হয়েছেন ১০ জন।

You might also like!