আরারিয়া, ৪ এপ্রিল : লোকবিশ্বাসে মহাপর্ব চৈত্র ছটের শেষ দিনে শুক্রবার সকালে বিহারের ফরবিসগঞ্জের পরমান নদীসহ বিভিন্ন ঘাটে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় অস্তগামী সূর্যকে অর্ঘ্য দেওয়ার পর শুক্রবার সকালে ভক্তরা ঘাটে উপস্থিত হয়ে সূর্যদেবের উপাসনা করেন। জ্যোতিষাচার্য পণ্ডিত প্রমোদ মিশ্র জানান, ছট পুজোয় ডুবন্ত ও উদীয়মান সূর্য উভয়েরই উপাসনা করা হয়, যা জীবনে ইতিবাচক শক্তি ও সমৃদ্ধি বয়ে আনে।