Country

4 weeks ago

Lok Sabha elections 2024:লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি জারি, শুরু মনোনয়ন জমার প্রক্রিয়াও

Lok Sabha elections 2024
Lok Sabha elections 2024

 

নয়াদিল্লি, ২৮ মার্চ : লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।এই পর্বে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৪ এপ্রিল। পরের দিন মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। তবে জম্মু কাশ্মীরের জন্য মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ৬ এপ্রিল।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৮ এপ্রিল। এই দফায় ভোট নেওয়া হবে আগামী ২৬ এপ্রিল। আউটার মণিপুর কেন্দ্রের একটি অংশেও ভোটগ্রহণ হবে ওই দিন। প্রথম পর্বের ভোটগ্রহণের বিজ্ঞপ্তির সময় ওই কেন্দ্রটি অন্তর্ভুক্ত। এই সংসদীয় কেন্দ্রে ১৫টি বিধানসভা অঞ্চলে ভোট নেওয়া হবে ১৯ এপ্রিল। বাকি ১৩টি বিধানসভা অঞ্চলে ভোটগ্রহণ ২৬ এপ্রিল।


You might also like!