Country

1 year ago

NIA attaches several properties: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার বেশ কয়েকটি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনআইএ

NIA attaches several properties (Symbolic Picture)
NIA attaches several properties (Symbolic Picture)

 

শ্রীনগর, ১৪ নভেম্বর  : জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার বেশ কয়েকটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সন্ত্রাসবিরোধী আইনের অধীনে এনআইএ সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করেছে। এনআইএ-এর আধিকারিক সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

এনআইএ-এর আধিকারিকরা আরও জানিয়েছেন, জম্মুতে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বিশেষ আদালতের নির্দেশে বেআইনি কার্যকলাপ আইনের (ইউএপিএ)অধীনে সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করেছে। এনআইএ এখনও পর্যন্ত পুলওয়ামা জেলার কাকাপোরা তহসিলে প্রায় ২০,০০০ বর্গফুট পরিমাপের দুটি জমির সম্পত্তি (বাগান) বাজেয়াপ্ত করেছে।

You might also like!