শাহজাহানপুর, ২ ডিসেম্বর : উত্তরপ্রদেশের শাহজাহানপুর থেকে এক যুবককে গ্রেফতার করল এনআইএ-এর দল। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) শনিবার উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার বান্দা শহরে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। বেঙ্গালুরুতে জাল নোট সংক্রান্ত একটি মামলায় এনআইএ এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে।
বান্দা থানা এলাকায় অবস্থিত রামনগর কলোনির বাসিন্দা বিবেক ঠাকুর ওরফে আদিত্যের বাড়িতে অভিযান চালায় এনআইএর টিম। অভিযান চালানোর সময় কাউকে বাড়ির ভেতরে বা বাইরে থাকতে দেওয়া হয়নি। অভিযান চালিয়ে তদন্তকারী সংস্থা যুবকের ল্যাপটপ এবং মোবাইল ফোন সহ অনেক নথি নিজেদের হেফাজতে নেয়। এরপর যুবককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এনআইএ দল। অতিরিক্ত পুলিশ সুপার সুধীর জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, তিনি প্রাথমিক তদন্তে জানতে পারেন যে বিবেক বেঙ্গালুরুতে জাল নোট সম্পর্কিত একটি মামলায় জড়িত রয়েছে। সেজন্য এনআইএ অভিযান চালিয়ে বিবেককে নিজেদের হেফাজতে নেয়।