Breaking News
 
Kejriwal :১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী

 

Country

10 months ago

Naveen Pattanaik:নবীন পট্টনায়ক মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন বিক্রম আরুখ, সারদা ও সুদাম

Naveen Pattanaik
Naveen Pattanaik

 

ভুবনেশ্বর, ২২ মে  : আজ সোমবার নবীন পট্টনায়কের মন্ত্রিসভা সম্প্রসারণে তিন বিধায়ককে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। তিনজনকেই ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। গভর্নর অধ্যাপক ড. গণেসিলাল লোকসেবা ভবনের সম্মেলন কক্ষে বিক্রম কেশরী আরুখ, সারদা নায়ক এবং সুদাম মারান্ডিকে শপথ পাঠ পড়ান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, মন্ত্রিসভার সদস্য এবং একাধিক বিধায়ক।

উল্লেখ্য, এর আগে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসকে খুন করা হয়েছিল। অন্য দুই মন্ত্রী, সমীর রঞ্জন দাশ এবং শ্রীকান্ত সাহু তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিধানসভার স্পিকার পদ থেকে ইস্তফা দিয়েছেন বিক্রম কেশরি আরুখ। এরপর থেকেই তাকে মন্ত্রিসভায় নেওয়া হতে পারে বলে জল্পনা চলছিল। বিক্রম কেশরী অরুখের পাশাপাশি এর আগেও নতুন মন্ত্রিসভায় ছিলেন সারদা নায়ক এবং সুদাম মারান্ডি।

গঞ্জাম জেলার ভাঞ্জনগর বিধানসভা আসন থেকে বিক্রম কেশরী আরুখ টানা ছয়বার জিতেছেন। ২০০৯ সাল থেকে তিনি নতুন মন্ত্রিসভায় অবিচ্ছিন্ন মন্ত্রী ছিলেন। গত বছর মন্ত্রিসভা রদবদলের আগে তিনি পদত্যাগ করেছিলেন। সুদাম মারান্ডিকে আবারও মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে পট্টনায়েক। সারদা নায়ক রাউরকেলার বিধায়ক। তৃতীয়বারের মতো জিতেছেন তিনি। ২০০৯ সালেও তিনি নবীন পট্টনায়েক সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।





You might also like!