Country

8 hours ago

NDMC Demolition Drive: সরোজিনী নগর মার্কেটে উচ্ছেদ অভিযান এনডিএমসি-র, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

NDMC Demolition Drive at Sarojini Nagar Market
NDMC Demolition Drive at Sarojini Nagar Market

 

নয়াদিল্লি, ১৮ মে : দিল্লির সরোজিনী নগর মার্কেটে উচ্ছেদ অভিযান চালালো এনডিএমসি। শনিবার গভীর রাতে দিল্লির সরোজিনী নগর মার্কেটে বড়সড় উচ্ছেদ অভিযান চালানো হয়, যার ফলে প্রায় ৫০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়। দোকানদারদের অভিযোগ, পূর্ব নোটিশ ছাড়াই বৈধ দোকানগুলিও ভেঙে ফেলা হয়েছে।

শনিবার গভীর রাতেই মিনি মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক রন্ধাওয়া বলেন, "রাত ১২:৩০ বেজে গিয়েছে এবং এনডিএমসি ভাঙচুর চালাচ্ছে। তারা বড় দোকান, মিনি মার্কেট সবকিছুই ক্ষতিগ্রস্ত করেছে, এমনকি ছাদও ভেঙে ফেলা হয়েছে। মাঝরাতে এটা কী ধরণের পদক্ষেপ?" মার্কেটের সভাপতি অশোক কালরা বলেন, "মার্কেটের ভেতরে এনডিএমসি যে পদক্ষেপ নিয়েছে তাতে পুরো মার্কেট প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, যা ইতিহাসে নজিরবিহীন। কোনও পূর্ব নোটিশ ছাড়াই তারা কীভাবে এই অভিযান চালিয়েছে তা দুঃখজনক ঘটনা।"

You might also like!