Country

11 months ago

J.P. Nadda : নয়না দেবীকে দর্শন করে দেশ ও সমাজ কল্যাণের কাজে নতুন উদ্যম মিলেছে, জানালেন নাড্ডা

J.P. Nadda
J.P. Nadda

 

বিলাসপুর, ১১ অক্টোবর: শুক্রবার হিমাচল প্রদেশে সফররত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিজেপি সূত্রে জানা গেছে, জে পি নাড্ডার এদিনের কর্মসূচি। তাতে জানানো হয়েছিল, শুক্রবার তিনি প্রথমে বিলাসপুর জেলার প্রসিদ্ধ নয়না দেবীর মন্দিরে দর্শন করতে যাবেন। এরপর এদিন সকালেই কুলজা মাতার মন্দিরে পূজার্চনা করবেন তিনি।

এদিন নয়না দেবীর মন্দিরে দর্শন করার পর বিজেপির জাতীয় সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেছেন, "আজ শারদীয়া নবরাত্রিতে মা নয়না দেবীর আশীর্বাদ পাওয়ার সৌভাগ্য হয়েছে... দর্শনের পর সমাজ দেশের কল্যাণের কাজ করার জন্য নতুন উদ্যম পেয়েছি। প্রধানমন্ত্রী মোদীর বিকশিত ভারত গঠনে যাতে অবদান রাখতে পারি এবং দেশের শান্তি সমৃদ্ধির জন্য আশীর্বাদ প্রার্থনা করেছিলাম।

You might also like!