Country

3 weeks ago

Mysuru-Darbhanga Express derailed:মালগাড়ির সঙ্গে ধাক্কায় লাইনচ্যুত মাইসুরু-দারভাঙ্গা এক্সপ্রেস; আহত ১৯, ক্ষতিগ্রস্ত রেললাইন

Mysuru-Darbhanga Express derailed
Mysuru-Darbhanga Express derailed

 

চেন্নাই, ১২ অক্টোবর : দুর্ঘটনার কবলে পড়ল কর্নাটকের মাইসুরু থেকে বিহারের দারভাঙাগামী বাগমতী এক্সপ্রেস। শুক্রবার রাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অদূরে একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষে বেলাইন হয়ে যায় ১২৫৭৮ মাইসুরু-দারভাঙ্গা এক্সপ্রেসের ১২-১৩টি কামরা। দু’টি কামরায় আগুনও ধরে যায়। এই ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। দক্ষিণ রেলের জিএম জানিয়েছেন, বাগমতী এক্সপ্রেস লুপলাইনে ঢুকে পড়েছিল, যেখানে মালগাড়ি দাঁড়িয়ে ছিল।

শুক্রবার রাত ৮.৫০ মিনিট নাগাদ চেন্নাইয়ের অদূরে চেন্নাই-গুড্ডুর সেকশনে পোন্নেরি-কাভারাইপেট্টাই রেল স্টেশনের মাঝে ১২৫৭৮ মাইসুরু-দারভাঙা বাগমতী এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। এই দুর্ঘটনায় রেললাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। শনিবার সকালেও যুদ্ধকালীন তৎপরতায় চলে রেললাইন মেরামতের কাজ। রেলের পক্ষ থেকে বলা হয়েছে, সব কিছু ঠিকঠাক হতে প্রায় ১৬ ঘণ্টা সময় লাগবে।

You might also like!