Country

1 month ago

Jammu: জম্মুর আখনুরে সেনার গাড়িতে জঙ্গি হামলা, হতাহতের কোনও খবর নেই

Militant attack on army vehicle in Akhnoor, Jammu
Militant attack on army vehicle in Akhnoor, Jammu

 

জম্মু, ২৯ অক্টোবর : জম্মু ও কাশ্মীরে ফের সন্ত্রাসবাদী হামলা, এবার জম্মুর আখনুরে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালাল জঙ্গিরা, সৌভাগ্যবশত নেই হামলায় হতাহতের কোনও খবর নেই।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে জম্মুর আখনুরে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্যে উপর্যুপরি গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব ফিরিয়ে দেয় সেনাবাহিনীও। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের মধ্যেই জঙ্গিরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

You might also like!