Country

1 week ago

Pariksha Pe Charcha 2025: পরীক্ষা পে চর্চায় মেরি কম, মনোযোগ দেওয়ার ওপর জোর দিলেন অবনী লেখারা

Boxer Mary Kom & Gold Medalist Avani Lekhara
Boxer Mary Kom & Gold Medalist Avani Lekhara

 

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি : পরীক্ষা পে চর্চার আরও একটি পর্বে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন বক্সার মেরি কম। এছাড়াও ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেছেন ভারতীয় রাইফেল শুটার ও প্যারালিম্পিকে জোড়া স্বর্ণ পদক জয়ী অবনী লেখারা।

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় মেরি কম বলেছেন, "আপনি যদি চ্যালেঞ্জ নিতে চান, তবে আপনাকে যথেষ্ট শক্তিশালী হতে হবে। অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমি যদি পারি, তাহলে আপনারা কেন পারবেন না?" অবনী লেখারা বলেছেন, "ধারাবাহিকতা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে প্রতিদিন অধ্যয়ন করেন, তবে আপনি তা ধরে রাখতে সক্ষম হবেন। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম রয়েছে যা আপনাকে আপনার হৃদস্পন্দন বজায় রাখতে এবং আপনাকে শান্ত রাখতে সাহায্য করে।"


You might also like!