Country

10 months ago

Assam:করিমগঞ্জের চুড়াইবাড়িতে উদ্ধার ‌পাঁচ লক্ষা‌ধিক টাকার গাঁজা, আটক এক

Marijuana worth five lakh taka recovered in Churaibari of Karimganj, one detained
Marijuana worth five lakh taka recovered in Churaibari of Karimganj, one detained

 

বাজারিছড়া (অসম), ৯ ফেব্রুয়ারি  : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন অসম-ত্ৰিপুরা আন্তঃরাজ্য সীমান্তের চুড়াইবা‌ড়িতে পু‌লিশের অভিযানে উদ্ধার হয়েছে পাঁচ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা। এর সঙ্গে আটক করা হয়েছে গাঁজাবাহী মিনিট্রাকের মালিক তথা চালক বিহারের আঙ্গুরার বাসিন্দা বল‌দেব রাইকে।

চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচাৰ্জ প্ৰণব মিলি জানান, আজ শুক্রবার সকা‌লে ত্রিপুরা‌ থে‌কে অস‌মের চেকগেটে আসে টিআর ০১ ‌ভি ১৮৭৩ নম্ব‌রের প্লাস্টিক সামগ্রী বোঝাই একটি মি‌নিট্রাক। ওই মিনিট্ৰাকে তাঁরা তালাশি চালিয়ে বিভিন্ন প্লাস্টিক সামগ্রীর সঙ্গে অভিনবকৌশলে লুকিয়ে রাখা বেশ কয়েক প্যা‌কে‌টে ৫১ কে‌জি শুক‌নো গাঁজা উদ্ধার করেন।

উদ্ধারকৃত গাঁজাগুলির কালোবাজারে ‌পাঁচ লক্ষা‌ধিক টাকা হ‌বে। গাঁজা পাচারের অভিযোগে ট্রাকের চালক তথা মা‌লিক বল‌দেব রাইকে আটক করা হয়েছে।


You might also like!