নয়াদিল্লি, ৯ আগস্ট : আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়ে গেলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। শুক্রবার মনীশ সিসোদিয়াকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে, বেশ কিছু শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট। যেমন পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে। এছাড়াও সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না তিনি। সিসোদিয়া জামিন পেতেই আনন্দে মেতে উঠেছেন দলীয় কর্মী-সমর্থকরা।
উল্লেখ্য, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি সিসোসিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে তাঁর বিরুদ্ধে মামলা করে আর এক কেন্দ্রীয় সংস্থা ইডি। অবশেষে প্রায় ১৮ মাস কারবন্দি থাকার পরে মুক্তি পেতে চলেছেন সিসোদিয়া। শুক্রবার সিসোসিয়াকে জামিন দেওয়ার পাশাপাশি মামলার দ্রুত শুনানিরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশে বলেছে, "তিনি ‘দ্রুত বিচার’ পাওয়ার অধিকারী।