আম্বালা, ২১ মার্চ : পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। অবৈধ অনুপ্রবেশ নিয়েও সরব হয়েছেন তিনি। শুক্রবার হরিয়ানার আম্বালায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিল ভিজ বলেন, "পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। রাজ্যে সব ধরণের অবৈধ কার্যকলাপ ঘটে এবং তারা কোনও ব্যবস্থা মেনে চলে না। বিপুল সংখ্যক মানুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে।"