Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Country

2 years ago

Anantnag operation: কোকেরনাগ এনকাউন্টারে লস্কর কমান্ডার উজাইর খান নিহত, নিকেশ আরও এক সন্ত্রাসী

Lashkar commander Uzair Khan killed in Kokernag encounter, Nikesh another terrorist
Lashkar commander Uzair Khan killed in Kokernag encounter, Nikesh another terrorist

 

শ্রীনগর, ১৯ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগে এক সপ্তাহব্যাপী এনকাউন্টারে নিকেশ হয়েছে লস্কর-ই-তৈবা কমান্ডার উজাইর খান। এছাড়াও নিকেশ হয়েছে আরও এক সন্ত্রাসী। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগে মঙ্গলবার সপ্তম দিনে পড়ে এনকাউন্টার। গত বুধবার (১৩ সেপ্টেম্বর) থেকে কোকেরনাগের গারুল বনাঞ্চলে জঙ্গিদের চতুর্দিক থেকে ঘিরে রেখেছিল সুরক্ষা বাহিনী। আকাশপথেও চলতে থাকে নজরদারি।

জঙ্গিরা যাতে কোনওভাবে পালিয়ে যেতে না পারে, তাই চারিদিকে তীক্ষ্ণ নজর রাখে সুরক্ষা বাহিনী। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিজিপি বিজয় কুমার বলেছেন, এনকাউন্টারস্থল থেকে লস্কর-ই-তৈবা কমান্ডার উজাইর খানের দেহ উদ্ধার হয়েছে। এছাড়াও নিকেশ হয়েছে আরও এক সন্ত্রাসী। এডিজিপি বলেছেন, ২-৩ জন সন্ত্রাসীর উপস্থিতি সম্পর্কে তাঁদের কাছে ইনপুট ছিল। "তৃতীয় সন্ত্রাসীকে খুঁজতে এলাকায় তল্লাশি চলছে।"

You might also like!