শ্রীনগর, ১৯ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগে এক সপ্তাহব্যাপী এনকাউন্টারে নিকেশ হয়েছে লস্কর-ই-তৈবা কমান্ডার উজাইর খান। এছাড়াও নিকেশ হয়েছে আরও এক সন্ত্রাসী। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগে মঙ্গলবার সপ্তম দিনে পড়ে এনকাউন্টার। গত বুধবার (১৩ সেপ্টেম্বর) থেকে কোকেরনাগের গারুল বনাঞ্চলে জঙ্গিদের চতুর্দিক থেকে ঘিরে রেখেছিল সুরক্ষা বাহিনী। আকাশপথেও চলতে থাকে নজরদারি।
জঙ্গিরা যাতে কোনওভাবে পালিয়ে যেতে না পারে, তাই চারিদিকে তীক্ষ্ণ নজর রাখে সুরক্ষা বাহিনী। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিজিপি বিজয় কুমার বলেছেন, এনকাউন্টারস্থল থেকে লস্কর-ই-তৈবা কমান্ডার উজাইর খানের দেহ উদ্ধার হয়েছে। এছাড়াও নিকেশ হয়েছে আরও এক সন্ত্রাসী। এডিজিপি বলেছেন, ২-৩ জন সন্ত্রাসীর উপস্থিতি সম্পর্কে তাঁদের কাছে ইনপুট ছিল। "তৃতীয় সন্ত্রাসীকে খুঁজতে এলাকায় তল্লাশি চলছে।"