Country

1 year ago

K C Venugopal : ভারত জোড়া যাত্রা চলছে, শীতকালীন অধিবেশনে যোগ দেওয়া রাহুলের পক্ষে বাস্তবসম্মত নয় : বেণুগোপাল

K C Vanugopal
K C Vanugopal

 

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর : ভারত জোড়া যাত্রা চলছে, সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দেওয়া রাহুল গান্ধীর পক্ষে বাস্তবসম্মত নয়। বললেন কংগ্রেসের সাংসদ কে সি বেণুগোপাল। রবিবার এক সাংবাদিক সম্মেলনে কে সি বেণুগোপাল বলেছেন, ভারত জোড়া যাত্রা চলছে, তাই সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দেওয়া রাহুল গান্ধীর পক্ষে বাস্তবসম্মত নয়।

রবিবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে বৈঠকে বসেছিল কংগ্রেস স্টিয়ারিং কমিটি। এই বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানিয়েছেন বেণুগোপাল। তিনি বলেছেন, কংগ্রেস স্টিয়ারিং কমিটির বৈঠকে আমরা দু'টি বিষয়ে আলোচনা করেছি। প্রথমটি হল আমাদের দলের পূর্ণাঙ্গ অধিবেশন যা আমরা ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে করার সিদ্ধান্ত নিয়েছি। ৩ দিনের এই অধিবেশন ছত্তিশগড়ের রায়পুরে অনুষ্ঠিত হবে।

বেণুগোপাল আরও বলেছেন, দ্বিতীয়ত আমরা ভারত জোড়ো যাত্রার ভবিষ্যৎ কর্মপন্থা পর্যালোচনা ও আলোচনা করেছি। আমরা ২৬ জানুয়ারি থেকে 'হাত সে হাত জোড়ো অভিযান' একটি ব্যাপক প্রচারাভিযান করার সিদ্ধান্ত নিয়েছি। এটি হবে দুই মাসব্যাপী প্রচার অভিযান।


You might also like!