Country

20 hours ago

Jyotiraditya Scindia: এমডব্লুসি ২০২৫-এ ভারতের টেলিকম ক্ষেত্রের রূপান্তরের কথা তুলে ধরেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Jyotiraditya Scindia
Jyotiraditya Scindia

 

নয়াদিল্লি ও বার্সিলোনা, ৫ মার্চ : এমডব্লুসি ২০২৫-এ ভারতের টেলিকম ক্ষেত্রের রূপান্তরের কথা তুলে ধরেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো বুধবার জানিয়েছে এই বিষয়ে। তাদের তরফে জানানো হয়েছে, "কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া স্পেনের বার্সিলোনায় আয়োজিত মোবাইল বিশ্ব কংগ্রেস (এমডব্লুসি ২০২৫) পরিদর্শন করেন। বিভিন্ন সংস্থার সিইওদের সঙ্গে শীর্ষস্থানীয় বৈঠকে যোগ দেন তিনি। এছাড়াও গুরুত্বপূর্ণ অধিবেশনে বক্তব্য রাখেন শ্রী সিন্ধিয়া। মোবাইল বিশ্ব কংগ্রেস ২০২৫-এ ভারতের টেলিকম ক্ষেত্রে রূপান্তরের চিত্র তুলে ধরা হয়েছে। ভারতের দ্রুত ৫জি ব্যবস্থাপনা, বিশ্বের সবচেয়ে কম ডেটা তালিকা, শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা, দেশীয় ৪জি/৫জি ব্যবস্থাপনার কথা এই সম্মেলনে তুলে ধরা হয়।

মন্ত্রী ‘গ্লোবাল টেক গভর্নেন্স: রাইজিং টু দ্য চ্যালেঞ্জ’ এবং ‘ব্যালেন্সিং ইনোভেশন অ্যান্ড রেগুলেশন: গ্লোবাল পার্সপেক্টিভস অন টেলিকম পলিসি’ শীর্ষক অধিবেশনগুলিতে ভাষণ দেন। তিনি বলেন, উদ্ভাবন, অন্তর্ভুক্তি, স্থায়িত্ব ও বিশ্বাস ভারতের প্রযুক্তিগত শাসনের মূল নীতি। তিনি দেশের প্রত্যেক নাগরিকের সেবায় আধার ও ভারত নেটের সাফল্যের কথা তুলে ধরেন।সফরকালে মন্ত্রী ভারত প্যাভিলিয়ন পরিদর্শনের সময় ভিভিডিএন-এর দেশে তৈরি নকশা এবং এআই ভিত্তিক ওয়াইফাই ৭-এর উদ্বোধন করেন। তিনি কোয়ালকম, সিসকো, ম্যাভেনির, এরিকশন, নোকিয়া, এয়ারটেল, বিএসএনএল, সিডিওটি, টিইপিসি-এর মতো সংস্থাগুলির শীর্ষস্থানীয় নেতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে নৈশভোজকালীন বৈঠকে মিলিত হন।

এফসিসি-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি ৫জি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরবর্তী প্রজন্মের মোবাইল প্রযুক্তির অত্যাধুনিক উন্নয়নের সঙ্গে যুক্ত সংস্থাগুলির বুথও পরিদর্শন করেন জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া। এমডব্লুসি ২০২৫-এ মন্ত্রীর অংশগ্রহণ ডিজিটাল পরিকাঠামো উন্নয়নে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য ভারতের প্রতিশ্রুতিকে তুলে ধরে। আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করতে সহায়ক হবে এই সম্মেলন।"

You might also like!