গাড়োয়া, ৪ নভেম্বর : ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। সোমবার ঝাড়খণ্ডের গাড়োয়ায় এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "ঝাড়খণ্ড সরকার মাফিয়াদের ক্রীতদাসে পরিণত হয়েছে। রাজ্যবাসীকে পলায়নের জন্য বাধ্য করা হচ্ছে। আপনাদের প্রতিটি ভোট এখানে জেএমএম-আরজেডি-কংগ্রেস দ্বারা তৈরি মাফিয়া ব্যবস্থার ক্ষতিসাধন করবে।"প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "এই (জেএমএম-আরজেডি-কংগ্রেস) তিনটি রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের সমর্থন করে।"
ঝাড়খণ্ডের যুবসমাজকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করার পর, ৩ লক্ষ সরকারি পদ স্বচ্ছভাবে পূরণ করা হবে।" গাড়োয়ায় এই জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "ঝাড়খণ্ডে আরও ভাল সুবিধার জন্য, কৃষকদের জন্য, রাজ্যে শিল্পকে শক্তিশালী করার জন্য, কেন্দ্রীয় সরকার সমস্ত প্রচেষ্টা করেছে, এমনকি যখন জেএমএম সরকার বাধা সৃষ্টি করেছে তখনও। যখন আপনারা এখানে ডবল ইঞ্জিন সরকার গঠন করবে, তারপর রাজ্যে উন্নয়নও দ্বিগুণ গতিতে হবে।"