Country

4 hours ago

S jaishankar visit Three Nation: ১৯-২৪ মে ত্রিদেশীয় সফরে যাচ্ছেন জয়শঙ্কর, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

S jaishankar
S jaishankar

 

নয়াদিল্লি, ১৮ মে : আগামী ১৯ থেকে ২৪ মে ত্রিদেশীয় সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ১৯-২৪ মে-র মধ্যে নেদারল্যান্ড, ডেনমার্ক ও জার্মানি সফরে যাবেন এস জয়শঙ্কর। রবিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ১৯-২৪ মে নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং জার্মানিতে একটি সরকারি সফর করবেন। এই সফরকালে, বিদেশমন্ত্রী তিনটি দেশের নেতৃত্বের সঙ্গে দেখা করবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ দিক এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলি নিয়ে নিজস্ব প্রতিপক্ষদের সঙ্গে আলোচনা করবেন।

You might also like!