নয়াদিল্লি ও লন্ডন, ৫ মার্চ : ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানা গেছে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লন্ডনে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং দু-দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও প্রসারিত করার বিষয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকের পর এস জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ে উল্লেখ করে জানান।