নয়াদিল্লি, ১৪ অক্টোবর : বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও স্থায়িত্বে অবদান রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা। সোমবার দিল্লিতে অনুষ্ঠিত ড্রাগ রেগুলেটরি অথরিটি (আইসিডিআরএ)-র ১৯-তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নাড্ডা বলেছেন, "কোভিড-১৯ মহামারীর সময়, ভারত শুধুমাত্র স্বাস্থ্যের স্থিতিস্থাপকতার ক্ষেত্রে বিশ্বব্যাপী নেতা হিসেবেই আবির্ভূত হয়নি, বরং বিশ্বের ফার্মেসি হিসেবেও নিজস্ব ভূমিকার পুনর্নিশ্চিত করেছে। ভারত নিজস্ব স্বাস্থ্যসেবা পরিকাঠামো প্রসারিত করেছে এবং অভ্যন্তরীণ ও বৈশ্বিক উভয় চাহিদা মেটাতে ভ্যাকসিন উৎপাদন বাড়িয়েছে। বিশ্বের একটি ফার্মেসি হিসাবে, ভারত গুরুত্বপূর্ণ ওষুধ এবং ভ্যাকসিনে সাশ্রয়ী মূল্যের প্রাপ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও স্থায়িত্বে অবদান রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।"
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা আরও বলেছেন, "৮টি ড্রাগ টেস্টিং ল্যাব এখন চালু আছে। আমদানিকৃত উপাদানের দ্রুত পরীক্ষা করার জন্য ৮টি মিনি টেস্টিং ল্যাব কাজ করছে...নিয়ন্ত্রক প্রক্রিয়ার ৯৫ শতাংশেরও বেশি ডিজিটালাইজড করা হয়েছে...মেডিকেল ডিভাইস ইন্ডাস্ট্রিও এখন নিয়ন্ত্রিত হচ্ছে...বিশ্ব স্বাস্থ্যের উন্নতির জন্য ভারত সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।"