Country

7 hours ago

Air Marshal S Sivakumar: এয়ার মার্শাল এস শিবকুমার হলেন ভারতীয় বায়ুসেনার প্রশাসনিক প্রধান

Air Marshal S Sivakumar assumes charge as Air Officer-in-Charge Administration
Air Marshal S Sivakumar assumes charge as Air Officer-in-Charge Administration

 

নয়াদিল্লি, ১ জুলাই : ভারতীয় বায়ুসেনার প্রশাসনিক প্রধান (এয়ার অফিসার ইন চার্জ অ্যাডমিনিস্ট্রেশন) হলেন এয়ার মার্শাল এস শিবকুমার। এর আগে তিনি বায়ুসেনার ডিজি (অ্যাডমিনিস্ট্রেশন) পদে ছিলেন। কর্মজীবনের শুরুতে বায়ুসেনার প্রশাসনিক বিভাগে যোগ দিয়েছিলেন এয়ার মার্শাল শিবকুমার। ১৯৯০ সালের জুন মাসে ভারতীয় বায়ুসেনার প্রশাসনিক বিভাগে যোগ দিয়েছিলেন। সুদীর্ঘ চাকরিজীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন। রাষ্ট্রপুঞ্জের বাহিনীতে দেশের প্রতিনিধিও ছিলেন। তিনি পন্ডিচেরী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরক্ষা ও কৌশলগত বিষয়ে এমফিল ডিগ্রি অর্জন করেন।

You might also like!