Country

7 hours ago

Himachal Bus Accident: হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির মাঝে খাদে পড়ল বাস, আহত ৪৪ জনের বেশি

Himachal Bus Accident
Himachal Bus Accident

 

শিমলা, ১ জুলাই : পাহাড়ি রাস্তার বুকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার হিমাচল প্রদেশের সোলন জেলার নালাগড়-স্বরঘাট সড়কে। সড়ক পিচ্ছিল থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।জানা গেছে, ঘটনায় ৪৪ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির জেরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। এনএইচ-০৫-এ কুমারহট্টি-গালিয়ানা ও পানি মোড়ে ধস নামায় উপরের দিকের গাড়ি চলাচল আপাতত বন্ধ। বিকল্প পথ হিসেবে চালু করা হয়েছে সমলেচ টানেল। এছাড়াও দুর্যোগের মধ্যে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে হলে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন প্রশাসনের তরফ থেকে।

You might also like!