দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্যান কার্ড হল আর্থিক লেনদেনের ক্ষেত্রে অন্যতম জরুরি নথি। যেটি ছাড়া ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া সম্ভব নয়। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ঋণের আবেদন – সব ক্ষেত্রেই অপরিহার্য হল প্যান কার্ড। এছাড়া এর মাধ্যমেই দিতে হয় আয়কর রিটার্ন। এহেন প্যান কার্ডের ক্ষেত্রে বেশ কিছু জরুরি নিয়ম কানুন রয়েছে আয়কর দফতরের। জেনে নিন কি সেই নিয়মঃ
প্যান কার্ডের নিয়ম কানুন
সমস্ত প্যান কার্ডে একটি ইউনিক নম্বর থাকে। একেই বলে প্যান বা পার্মানেন্ট অ্য়াকাউন্ট নম্বর।
কোনও ব্যক্তি বা সংস্থা একটি প্যান কার্ড পাওয়ার যোগ্য। এটি হস্তান্তর যোগ্য নয়। কারোর কাছে একাধিক প্যান কার্ড থাকা সম্পূর্ণ বেআইনি।
এক্ষেত্রে কেউ ধরা পড়লে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে আয়কর দফতর।
হতে পারে জরিমানা
কোনও ব্যক্তি বা সংস্থার কাছে একাধিক প্যান কার্ড থাকলে 1961-র আয়কর আইনের 272B ধারায় মামলা দায়ের করতে পারে সংশ্লিষ্ট দফতর। সেক্ষেত্রে 10 হাজার টাকা পর্যন্ত ওই ব্যক্তির জরিমানা।
কোনও ব্যক্তির কাছে একাধিক প্যান কার্ড থাকলে একটি অবশ্যই তাঁর জমা করে দেওয়া উচিত। কার্ড জমার ক্ষেত্রে আয়কর দফতরের তরফে কোনও পদক্ষেপ করা হবে না।
অনলাইনে কী ভাবে জমা?
একাধিক প্যান কার্ড থাকলে অনলাইন ও অফলাইন দু’ভাবেই তা জমা করা যায়।
অনলাইনের ক্ষেত্রে আয়কর দফতরের অফিশিয়াল পোর্টালে লগ ইন করতে হবে। সেটা হল https://www.tin-nsdl.com/faqs/pan/faq-pan-cancellation.html.
এর পর সেখানে প্যান বদলের ফর্ম পূরণ করতে হবে। ফর্মে কোন প্যান নম্বর বর্তমানে ব্যবহার করছেন তা উপরের দিকে লিখে দিতে হবে।
ওই আবেদনপত্রের সঙ্গে ফর্ম 11ও প্যান কার্ডের স্ক্যান করা কপিও জমা করতে হবে।
অফলাইনে কী ভাবে জমা?
অফলাইনে প্যান কার্ড জমা দিতে 49A ফর্মটি পূরণ করতে হবে। সেখানে প্যান সারেন্ডার বা প্যান জমা কথাটি লিখতে হবে। ওই ফর্ম ইউটিআই বা এনএসডিএল সেন্টারে জমা করতে হবে।
এছাড়া আয়কর দফতরের অ্যাসেসিং অফিসারের কাছে দরখাস্ত পাঠিয়েও প্যান কার্ড জমা করা যেতে পারে। দরখাস্ততে ব্যক্তিগত ও প্যান কার্ডের যাবতীয় তথ্য দিতে হবে। লিখতে হবে জন্ম তারিখ। নিজের এলাকার আয়কর অ্যাসেসিং অফিসার সংক্রান্ত সমস্ত তথ্য পেতে লগ ইন করতে হবে www.incometaxindiaefiling.gov.in ওয়েবসাইটে।