Country

2 months ago

Hoarding collapse : বৃষ্টির মধ্যেই বিপত্তি; মহারাষ্ট্রের থানে-তে ভেঙে পড়ল হোর্ডিং, কেউ হতাহত হননি

Hoarding collapse (symbolic picture)
Hoarding collapse (symbolic picture)

 

থানে, ২ আগস্ট : মহারাষ্ট্রে ফের হোর্ডিং আতঙ্ক! এবার ঘটনাস্থলে মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণ। শুক্রবার সকালে বৃষ্টির মধ্যেই কল্যাণের সহজানন্দ চকে একটি বিশালাকার কাঠের হোর্ডিং ভেঙে পড়ে। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি। শুধু নীচে দাঁড়িয়ে থাকা মোটরবাইক ও অটো ক্ষতিগ্রস্ত হয়েছে। হোর্ডিং ভেঙে পড়ার পর ঘটনস্থলে ভিড় জমে যায়।

চলতি বছরের মে মাসে মুম্বইয়ে ভেঙে পড়েছিল একটি বিশালাকার হোর্ডিং। সেই ঘটনায় অনেক মানুষের মৃত্যু হয়েছিল। এরপরও শিক্ষা হল প্রশাসনের। ঘড়ির কাঁটায় সকাল তখন ১০.১৮ মিনিট, কল্যাণের সহজানন্দ চকে একটি বিশালাকার কাঠের হোর্ডিং ভেঙে পড়ে। তখন বৃষ্টি হচ্ছিল, নীচেই দাঁড়িয়ে ছিল কয়েকটি বাইক ও অটো। কয়েকটি বাহন ক্ষতিগ্রস্ত হলেও, কেউ হতাহত হননি।

You might also like!