Game

1 month ago

Women's T20 World Cup::মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ : নতুন চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

New champions New Zealand
New champions New Zealand

 

দুবাই, ২১ অক্টোবর  : মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। প্রথম দুই আসরের রানার্স–আপ নিউজিল্যান্ড ১৪ বছর পর ফাইনালে পেল শিরোপার স্বাদ। আর টানা দ্বিতীয়বার ফাইনালে হারল দক্ষিণ আফ্রিকা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার রাতে ফাইনালে নিউজিল্যান্ড জয় পেল ৩২ রানে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ১৫৮ রানে থামে। নিউজিল্যান্ডের ইনিংসে উল্লেখযোগ্য ৩৮ রান করেন হালিডে। অ্যামেলিয়া রান করেন ৪৩। ৩২ রান করেন সুজি বেইটস। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন ম্লাবা। একটি করে উইকেট নিয়েছেন খাকা, ক্লোয়ে ট্রায়ন এবং ডি ক্লার্ক।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়েছিল দক্ষিণ আফ্রিকার। পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে ৪৭ রান করে তারা। পাওয়ার প্লের পরেই শুরু হয় পতন। দশম ওভারে ব্যক্তিগত ৩৩ রানে আউট হন অধিনায়ক লরা উলভার্ট। অধিনায়কের পতনের পর আর কেউই বিশেষ সুবিধা করতে পারেননি। গত ম্যাচে আনা অ্যানেকে বোস এদিন করেছেন মাত্র ৯ রান। মারিজান ক্যাপ, নাদাইন ডি ক্লার্করা দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি। ক্লোয়ে ট্রায়নের ১৪ রান আর ডার্কসনের ১০ রানের ইনিংসে ১২৬ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রোসামেরি মেয়ার এবং অ্যামেলিয়া কর।

You might also like!