Country

1 year ago

Mild earthquake melt in Haryana: মৃদু তীব্রতার ভূমিকম্পে কাঁপল হরিয়ানার ঝাজ্জর, কম্পাঙ্ক মাত্র ২.৫

Earthquake in Hariyana (Symbolic Picture)
Earthquake in Hariyana (Symbolic Picture)

 

চন্ডীগড়, ৬ জুন: মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল হরিয়ানার ঝাজ্জর জেলা। মঙ্গলবার সকাল ৭.০৮ মিনিট নাগাদ ঝাজ্জর জেলায় হালকা কম্পাঙ্কের ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল মাত্র ২.৫।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৭.০৮ মিনিট নাগাদ হরিয়ানার ঝাজ্জর জেলায় ২.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ঝাজ্জর থেকে মাত্র ১২ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে, গুরুগ্রাম থেকে ৪২ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের মাত্র ১২ কিলোমিটার গভীরে। ২৮.৭১ অক্ষাংশ ও ৭৬.৭০ দ্রাঘিমাংশ।


You might also like!