Country

4 months ago

New Union Home Secretary : দায়িত্ব নিলেন গোবিন্দ মোহন, নতুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব পেল ভারত

Govind Mohan (symbolic picture)
Govind Mohan (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৩ আগস্ট : নতুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ১৯৮৯ ব্যাচের সিকিম ক্যাডারের আইএএস অফিসার গোবিন্দ মোহন। শুক্রবার নতুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্বভার বুঝে নিয়েছেন তিনি। অজয় কুমার ভাল্লার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ভাল্লার ৫ বছরের শেষ হয়েছে বৃহস্পতিবারই।

বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে বি.টেক নিয়ে পড়াশোনা করেছেন গোবিন্দ মোহন এবং আইআইএম আহমেদাবাদ থেকে পিজি ডিপ্লোমা, শীর্ষ আমলাতান্ত্রিক পদে নিয়োগের আগে কেন্দ্রীয় সংস্কৃতি সচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন তিনি। সিকিম এবং কেন্দ্রীয় সরকার উভয় ক্ষেত্রেই বিভিন্ন পদে কাজ করার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে তাঁর।

You might also like!