Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Country

1 year ago

Yogi Adityanath:উত্তর প্রদেশে আইন-শৃঙ্খলা জোরদার করাই সরকারের লক্ষ্য : যোগী আদিত্যনাথ

Yogi Adityanath
Yogi Adityanath

 

লখনউ, ২১ অক্টোবর : উত্তর প্রদেশের আইন-শৃঙ্খলা জোরদার করাই তাঁর সরকারের লক্ষ্য, জোর দিয়ে বললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে তিনি বলেছেন, অপরাধীদের মধ্যে আইনের ভয় জাগানোও তাঁর সরকারের অগ্রাধিকার। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবার সকালে লখনউয়ের রিজার্ভ পুলিশ লাইনে পুলিশ স্মৃতি দিবসে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, "২০২৩-২৪ সালে দায়িত্ব পালন করার সময় নিজেদের জীবন উৎসর্গকারী শহীদদের মধ্যে উত্তর প্রদেশ পুলিশের দুই সাহসী পুলিশ সদস্যও রয়েছেন। এই উপলক্ষে সকল শহীদ পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আমাদের সাহসী পুলিশ কর্মীদের এই সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের পূর্ণ নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কর্তব্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। অযোধ্যার শ্রী রাম জন্মভূমিতে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান পরিচালনায় পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।"

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, "রাজ্যের আইনশৃঙ্খলা জোরদার করা এবং অপরাধীদের মধ্যে আইনের ভয় জাগানো আমাদের সরকারের অগ্রাধিকার। এর পরিপ্রেক্ষিতে, রাজ্য সরকার উত্তর প্রদেশ পুলিশের মনোবল, দক্ষতা বাড়াতে এবং পুলিশ বাহিনীকে আরও ভাল সংস্থান দেওয়ার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আমাদের সরকার অপরাধ এবং অপরাধীদের প্রতি শূন্য সহনশীলতা নীতির অধীনে কাজ করছে... গ্যাংস্টার আইনের অধীনে ৭৭,৮১১ জন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ৯২৩ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে... মাফিয়া, অপরাধী এবং তাদের গ্যাং সদস্যদের দ্বারা অবৈধ কার্যকলাপের মাধ্যমে অর্জিত প্রায় ৪,০৫৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং অবৈধ দখল থেকে মুক্ত করা হয়েছে।"

You might also like!