Country

1 year ago

G-20 summit 2023 : আগামীকাল থেকে জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য খাজুরাহো সাজছে জাঁকজমকপূর্ণভাবে

G-20 summit held in Khajuraho(Collected)
G-20 summit held in Khajuraho(Collected)

 

ছতরপুর, ২০ সেপ্টেম্বর : বিশ্ব বিখ্যাত পর্যটন শহর খাজুরাহোতে ২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে জি-২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দফা বৈঠক শুরু হতে চলেছে। এই কারণে খাজুরাহো শহরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। চান্দেলা শাসকদের শহর এবং ইউনেস্কোর ঐতিহ্যের অন্তর্ভুক্ত বিশ্বখ্যাত পর্যটনকেন্দ্রটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। বুধবার সন্ধ্যার দিকেই এই শহরে পৌঁছে যাবেন বিদেশি অতিথিরা। বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের স্বাগত জানাতে খাজুরাহোসহ গোটা জেলায় সাধারণ মানুষের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। গত ৮ মাসের মধ্যে আবার দ্বিতীয়বারের জন্য খাজুরাহো জি-২০ গ্রুপের বৈঠক আয়োজন করার সুযোগ পেয়েছে।

গত ফেব্রুয়ারী মাসের পর আবার আগামীকাল থেকে জি-২০ ফোর-জি ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কিং গ্রুপের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। ২১ সেপ্টেম্বরের জি-২০ সম্মেলনের জন্য স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার জোরকদমে তার প্রস্তুতি শুরু করেছে। ছতরপুরের কালেক্টর সন্দীপ জিআর জানিয়েছেন, সম্মেলনে ২০টি দেশের ৫৫ জন প্রতিনিধি যোগ দেবেন। জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসনের আধিকারিক এবং মধ্যপ্রদেশ পর্যটন দফতরের আধিকারিকরা এই ৫৫ জন আধিকারিককে স্বাগত জানাবেন। জি-২০ গ্রুপের বৈঠকগুলি ২১ সেপ্টেম্বর খাজুরাহোর মহারাজা ছত্রসাল কনভেনশন সেন্টারে শুরু হবে। এই বৈঠকগুলিতে অর্থনীতি, পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে।


You might also like!