Country

5 months ago

Maharashtra:মহারাষ্ট্রের একাধিক জেলায় ভূমিকম্প, ক্ষয়ক্ষতির কোনও খবর নেই

Earthquake, no damage reported in several districts of Maharashtra
Earthquake, no damage reported in several districts of Maharashtra

 

মুম্বই, ১০ জুলাই : মহারাষ্ট্রের নান্দেদ, হিঙ্গোলি এবং প্রভানি জেলায় বুধবার সকাল ৭.১৫ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫। হালকা মাত্রার এই ভূমিকম্পের উৎসস্থল ছিল হিঙ্গোলি জেলার কালামনুড়ি তালুকের রামেশ্বর তান্ডা গ্রামে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর নেই।

জনসাধারণকে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। তবে কম্পনের তীব্রতায় হিঙ্গোলির ঐতিহাসিক পেঠ বরগাঁও কেল্লার মিনার ভেঙে পড়ে। গত ২১ শে মার্চও এই অঞ্চলে ভূকম্পন টের পাওয়া গিয়েছিল। এদিনের কম্পনের তীব্রতা তুলনামূলক বেশিই ছিল।

You might also like!