Country

2 weeks ago

Narendra Modi :দেশে যারা বিনিয়োগ শেষ করতে চায়, তাঁদের পাশে দাঁড়িয়েছে ডিএমকে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

কোয়েম্বাটুর, ১০ এপ্রিল  : তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-কে ফের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরের মেট্টুপালায়মে একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "যারা দেশে বিনিয়োগ শেষ করতে চায় তাঁদের পাশে দাঁড়িয়েছে ডিএমকে। এই লোকজন নিজেদের রাজনীতি দিয়ে তামিলনাড়ুর সবচেয়ে বেশি ক্ষতি করছে। বিজেপি সরকার তামিলনাড়ুর এই অঞ্চলে একটি ''প্রতিরক্ষা করিডোর'' তৈরি করছে। আইএনডিআই জোটের মানসিকতা নিয়ে কি কখনও ''প্রতিরক্ষা করিডোর'' তৈরি হবে?"

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন কোন দল ক্ষমতায় রয়েছে তার উপর ভিত্তি করে রাজ্যগুলির সঙ্গে বৈষম্য করা হত। কিন্তু এনডিএ সরকার ''সবকা সাথ, সবকা বিকাশ''-এর দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। আমরা বলি বিকশিত ভারতের জন্য বিকশিত তামিলনাড়ু। তাই আমরা আমরা গত ১০ বছরে তামিলনাড়ুর উন্নয়নে লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছি।"

প্রধানমন্ত্রী এদিন আইএনডিআই জোটকে আক্রমণ করে বলেছেন, "আইএনডিআই জোট ভারতের শক্তিতে বিশ্বাস করে না। করোনার এত বড় মহামারী বিশ্বে এসেছে। আইএনডিআই জোটের লোকজন বলত, ভারত ভ্যাকসিন তৈরি করতে পারে না। আমরা বলেছিলাম আমরা একটি মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন তৈরি করব। আর তাই করেছি, ভারত শুধুমাত্র ভ্যাকসিন তৈরিই করেনি, বিনামূল্যে প্রদান করে কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে।"


You might also like!