নয়াদিল্লি, ২১ মার্চ : লোকসভায় শুক্রবার ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অনুদানের দাবি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিন আলোচনার শুরুতে সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব দেশের কৃষকদের দুর্দশার কথা তুলে ধরেন। তিনি বিজেপিকে কৃষকদের প্রতি সংবেদনশীল না হওয়ার অভিযোগ করেন। কৃষকদের দুর্দশার জন্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন সপা সাংসদ ধর্মেন্দ্র যাদব। এদিকে, এদিনই কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিরোধী দলগুলিকে সংসদে কৃষি নিয়ে আলোচনার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে কৃষকদের কল্যাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়।