Country

11 months ago

D K shivkumar on law and order : কর্ণাটকে গুন্ডামি বরদাস্ত নয়, সিদ্দারামাইয়ার পর এবার বার্তা ডি কে শিবকুমারের

DK Sivakumar Deputy Chief Minister of Karnataka
DK Sivakumar Deputy Chief Minister of Karnataka

 

বেঙ্গালুরু, ২৪ মে : "আমরা কাউকে আইন হাতে তুলে নিতে দেব না", স্পষ্টভাবে এমনটাই জানিয়েছেন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। বুধবার এক সাংবাদিক সম্মেলনে শিবকুমার বলেছেন, "আমরা কাউকে আইন হাতে তুলে নিতে দেব না... ৩-৪টি ক্ষেত্র ছিল, যেখানে পুলিশ অফিসাররা তাঁদের এজেন্ডা রেখেছিল। তাঁরা নিজেদের ইউনিফর্ম খুলে ফেলে এবং রাজনৈতিক পোশাকের পোশাক পরে ছবি তোলার জন্য পোজ দেয়। এটা অসাংবিধানিক...।"

উল্লেখ্য, ক্ষমতায় এসেই রাজ্যের পুলিশকর্তাদের নিয়ে বৈঠকে বসেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বিধানসৌধের সভাগৃহে আয়োজিত বৈঠকে মুখ্যমন্ত্রী সিদ্দার স্পষ্ট ঘোষণা ছিল, রাজ্যে কোনও রকম গুন্ডামি বরদাস্ত করবে না তাঁর সরকার। মানুষ বদলের প্রত্যাশায় তাঁদের জিতিয়েছেন। মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়ে চলবে কংগ্রেস সরকার। এবার সেই বার্তা দিলেন শিবকুমার।

কর্ণাটকের মন্ত্রিসভার সম্প্রসারণ প্রসঙ্গে শিবকুমার বলেছেন, "আমার মুখ্যমন্ত্রীই মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন। তাঁর কর্তৃত্ব আছে, কংগ্রেস তাঁকে কর্তৃত্ব দিয়েছে। তিনিই সঠিক মানুষ যিনি এ ব্যাপারে উত্তর দিতে পারবেন। অনুগ্রহ করে তাঁর সঙ্গে দেখা করুন।"

You might also like!