Country

1 year ago

Corona Virus: কোভিড-সংক্রমণ কিছুটা কমে পৌঁছল ৬৯৯-তে; ভারতে সক্রিয় রোগী বেড়ে ৬,৫৫৯, মৃত্যু দু''জনের

Corona Virus2
Corona Virus2

 

নয়াদিল্লি, ২১ মার্চ : ভারতে ফের কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ, তবে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৬,৫৫৯-তে পৌঁছেছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৯৯ জন, এই সময়ে মৃত্যু হয়েছে দু''জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৬,৫৫৯-এ পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। মোট কোভিড-আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৪৬,৯৭,০৩৭-তে পৌঁছেছে। দু''জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৮০৮-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৫৯,৬১৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ০৭ হাজার ৪৬৩ জন প্রাপক, মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৫,১৩,৫০৭। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২০ মার্চ সারা দিনে ভারতে ৯৭,৮৬৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

You might also like!