Country

1 year ago

Rahul Gandhi : রাহুল গান্ধী ইস্যুতে বিরোধীদের নিয়ে বৈঠকে কংগ্রেস, বিজয় চকে হবে প্রতিবাদও

Rahul Gandhi
Rahul Gandhi

 

নয়াদিল্লি, ২৪ মার্চ : মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ২ বছরের জেলের সাজা ঘোষণা করেছে গুজরাতের সুরাটের জেলা আদালত। জেলের সাজা দিলেও এক মাসের জামিন মঞ্জুর হয়েছে রাহুলের। যার জেরে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করতে পারবেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ। তবে এই রায় নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস। অনেক বিরোধী নেতা এ ব্যাপারে রাহুলের পাশে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে একটি বৈঠকও ডেকেছেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে। শুক্রবারের সেই বৈঠকে ডাকা হয়েছে সমস্ত বিরোধী দলকে। খাড়্গে আরও জানিয়েছেন, রাহুলের পাশে দাঁড়িয়ে বিরোধী দলরা দিল্লির বিজয় চকে শুক্রবার প্রতিবাদ জানাবেন।

২০১৯ লোকসভা নির্বাচনের প্রচারে মোদী পদবি নিয়ে তীব্র আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। সেই নিয়েই হয় মানহানির মামলা। সেই মামলাতেই রাহুলকে ২ বছরের জেলের সাজায় দণ্ডিত করেছে সুরাটের জেলা আদালত। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এই রায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারে চক্রান্ত বলে অভিহিত করেছেন। খাড়্গের বৈঠকের খবর তিনি জানিয়েছেন সংবাদমাধ্যমে। তিনি জানিয়েছেন, শুক্রবার সেই বৈঠকে বিরোধীদলের ৫০ জন সাংসদ উপস্থিত থাকবেন বলে দাবি জয়রামের। বিষয়টি নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার সময় চেয়েছে কংগ্রেস।


You might also like!