কানপুর, ৫ মে : উত্তর প্রদেশের কানপুরে ভয়াবহ আগুন লাগল একটি ৫-তলা বহুতলে। ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছে ৪৫ বছর বয়সী একটি ব্যক্তি, তাঁর স্ত্রী ও দম্পতির তিনটি সন্তানের। রবিবার রাত ৮.৩০-৮.৪৫ মিনিটের মধ্যে ওই বহুতলে আগুন লাগে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে কানপুর শহরের চমন গঞ্জ এলাকায় অবস্থিত একটি বহুতলে আগুন লাগে।
৫-তলা ওই বহুতলের প্রথম এবং দ্বিতীয় তলায় একটি জুতো তৈরির কারখানা ছিল। শর্টসার্কিটের কারণে ওই বহুতলে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। দমকল, এনডিআরএফ কর্মীদের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও, প্রাণে বাঁচানো যায়নি ৫ জনকে। আগুনে দম্পতি ও তাঁদের তিনটি সন্তানের মৃত্যু হয়েছে। নিহত দম্পতি হলেন, মহম্মদ দানিশ এবং তার ৪২ বছর বয়সী স্ত্রী নাজনীন সাবা, যাদের মৃতদেহ বহুতলের চতুর্থ তলা থেকে উদ্ধার করা হয়েছে। এই দম্পতির তিন মেয়ে, ১৫ বছর বয়সী সারা, ১২ বছর বয়সী সিমরা এবং ৭ বছর বয়সী ইনায়াও মারা গিয়েছে।