Country

1 month ago

Narendra Modi:কংগ্রেস তেলেঙ্গানার স্বপ্ন চুরমার করেছে, বিআরএস জনগণের বিশ্বাসের অপব্যবহার করেছে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

জগতিয়াল, ১৮ মার্চ : কংগ্রেস ও ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-কে একযোগে সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, কংগ্রেস তেলেঙ্গানার স্বপ্ন চুরমার করেছে, বিআরএস জনগণের বিশ্বাসের অপব্যবহার করেছে। সোমবার তেলেঙ্গানার জগতিয়ালে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তেলেঙ্গানা গঠনের পর ১০ বছর ধরে রাজ্যকে নির্মমভাবে লুট করেছে বিআরএস। আর কংগ্রেস তেলঙ্গানাকে নিজস্ব 'ব্যক্তিগত এটিএম' বানিয়েছে।

পরিবারতন্ত্র প্রসঙ্গে কংগ্রেস ও বিআরএস-কে আক্রমণ প্রধানমন্ত্রী মোদী বলেছেন, পরিবারবাদদের পুরো ইতিহাস দেখে নিন। দেশে যত বড় কেলেঙ্কারি হয়েছে, তার নেপথ্যে কোনও না কোনও পরিবারতান্ত্রিক দল পাওয়া যাবে। তেলেঙ্গানা এখন দেখছে, বিআরএস এবং কংগ্রেস অপরাধের অংশীদার। বিআরএস-এর কেলেঙ্কারির নিন্দা করে না কংগ্রেস। তাঁরা কালেশ্বরম প্রকল্প সম্পর্কে বিআরএস-কে প্রশ্নও করে না।" প্রধানমন্ত্রী মোদী যোগ করেছেন, "আমি তেলেঙ্গানার জনগণকে গ্যারান্টি দিচ্ছি, যারা আপনাদের প্রতারণা করেছে তাদের রেহাই দেওয়া হবে না। পরিবারবাদী দলগুলি শুধুমাত্র সুবিধার জন্য সরকার গঠন করতে চায়, জনগণের উন্নতির জন্য নয়। সেটা হোক ২জি কেলেঙ্কারি, ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারি, বোফর্স কেলেঙ্কারি অথবা পশুখাদ্য কেলেঙ্কারি... প্রতিটি বড় কেলেঙ্কারির পিছনে একটি পরিবারবাদী দল থাকে।"


You might also like!