Country

6 days ago

Polluted Yamuna River: বায়ুদূষণে উদ্বেগ বাড়ছে দিল্লিতে, বিষাক্ত ফেনায় দূষিত যমুনা নদী

Polluted Yamuna River
Polluted Yamuna River

 

নয়াদিল্লি, ২১ অক্টোবর : ক্রমাগত খারাপ হচ্ছে রাজধানী দিল্লির আবহাওয়া। সোমবারও দূষণের কবলেই থাকল রাজধানী দিল্লি। এদিন সকালেও যমুনা নদীতে ভাসতে দেখা গিয়েছে বিষাক্ত ফেনা। বাতাস ও জল দূষিত হয়ে ওঠায়, রীতিমতো উদ্বেগে দিল্লিবাসী। দিল্লির অক্ষরধাম, ইন্ডিয়া গেট, শাকুরপুর সর্বতই এদিন সকালে ধোঁয়াশার চাদরে মোড়া ছিল।

অক্ষরধাম ও সংলগ্ন এলাকায় বাতাসের গুণগতমান ছিল ৩০৭, যা খুব খারাপ পর্যায়ে পড়ে। ইন্ডিয়া গেট এলাকায় একিউআই ছিল ৩০৯, শাকুরপুর ও সংলগ্ন এলাকায় বাতাসের গুণগতমান রেকর্ড করা হয়েছে ৩৪৬। এই দূষণের মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে যমুনার দূষণ। সোমবার সকালেও কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে ভেসে বেড়াতে দেখা গিয়েছে বিষাক্ত ফেনা।

You might also like!