Country

16 hours ago

Mayawati: বিএসপির দলিত ভোট সম্পূর্ণরূপে আইএনএলডি প্রার্থীদের কাছে চলে গিয়েছে : মায়াবতী

Mayawati
Mayawati

 

লখনউ, অক্টোবর : হরিয়ানায় বহুজন সমাজ পার্টি (বিএসপি) ভরাডুবির পরিপ্রেক্ষিতে চাঞ্চল্যকর অভিযোগ করলেন মায়াবতী। বুধবার এক সাংবাদিক সম্মেলনে মায়াবতী বলেছেন, বিএসপির দলিত ভোট সম্পূর্ণরূপে আইএনএলডি প্রার্থীদের কাছে চলে গিয়েছে।

মায়াবতী বলেছেন, "বিএসপি-আইএনএলডি জোট কয়েকটি আসন ছাড়া এই (জাট) সম্প্রদায়ের ভোট পায়নি। তাঁদের বর্ণবাদী মানসিকতার কারণে, জাট সম্প্রদায় বিএসপি প্রার্থীদের মোটেও ভোট দেয়নি। যেখানে, বিএসপি- দলিত ভোট সম্পূর্ণরূপে আইএনএলডি প্রার্থীদের কাছে চলে গিয়েছে। চৌতালা পরিবারের অন্তর্দ্বন্দ্বের কারণে, তাঁদের সাথে যুক্ত জাট সম্প্রদায়ের ভোটের সুফল বিজেপিতে গিয়েছে।"

মায়াবতী আরও বলেছেন, "গতকাল হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের নির্বাচনী ফলাফলে আমাদের দলের অবস্থা সম্পর্কে, আমি বলতে চাই, হরিয়ানা একটি কৃষি-ভিত্তিক রাজ্য। কৃষির সঙ্গে সম্পর্কিত লোকজন, বিশেষ করে জাট সম্প্রদায়, কৃষক বিরোধীদের সঙ্গে খুশি হয়নি। রাজ্য কেন্দ্রের নীতি কাজে তাঁরা এখনও খুশি নয়...তাই জাট সম্প্রদায়ের বেশিরভাগ ভোট কংগ্রেসের কাছে যায়, তাই এই সম্প্রদায়ের ভোট পায়নি বিএসপি-আইএনএলডি জোট।"

You might also like!