লখনউ, ৯ অক্টোবর : হরিয়ানায় বহুজন সমাজ পার্টি (বিএসপি) ভরাডুবির পরিপ্রেক্ষিতে চাঞ্চল্যকর অভিযোগ করলেন মায়াবতী। বুধবার এক সাংবাদিক সম্মেলনে মায়াবতী বলেছেন, বিএসপির দলিত ভোট সম্পূর্ণরূপে আইএনএলডি প্রার্থীদের কাছে চলে গিয়েছে।
মায়াবতী বলেছেন, "বিএসপি-আইএনএলডি জোট কয়েকটি আসন ছাড়া এই (জাট) সম্প্রদায়ের ভোট পায়নি। তাঁদের বর্ণবাদী মানসিকতার কারণে, জাট সম্প্রদায় বিএসপি প্রার্থীদের মোটেও ভোট দেয়নি। যেখানে, বিএসপি-র দলিত ভোট সম্পূর্ণরূপে আইএনএলডি প্রার্থীদের কাছে চলে গিয়েছে। চৌতালা পরিবারের অন্তর্দ্বন্দ্বের কারণে, তাঁদের সাথে যুক্ত জাট সম্প্রদায়ের ভোটের সুফল বিজেপিতে গিয়েছে।"
মায়াবতী আরও বলেছেন, "গতকাল হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের নির্বাচনী ফলাফলে আমাদের দলের অবস্থা সম্পর্কে, আমি বলতে চাই, হরিয়ানা একটি কৃষি-ভিত্তিক রাজ্য। কৃষির সঙ্গে সম্পর্কিত লোকজন, বিশেষ করে জাট সম্প্রদায়, কৃষক বিরোধীদের সঙ্গে খুশি হয়নি। রাজ্য ও কেন্দ্রের নীতি ও কাজে তাঁরা এখনও খুশি নয়...তাই জাট সম্প্রদায়ের বেশিরভাগ ভোট কংগ্রেসের কাছে যায়, তাই এই সম্প্রদায়ের ভোট পায়নি বিএসপি-আইএনএলডি জোট।"