Country

1 year ago

K Kavitha : এই নিয়ে তৃতীয়বার, দিল্লি আবগারি মামলায় ফের ইডি-র মুখোমুখি কে কবিতা

K Kavita
K Kavita

 

নয়াদিল্লি, ২১ মার্চ : দিল্লি আবগারি নীতি মামলায় আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মখোমুখি হয়েছেন ভারত রাষ্ট্র সমিতির নেত্রী তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর মেয়ে কে কবিতা। এই নিয়ে তৃতীয়বার ইডি-র মুখোমুখি হয়েছেন কে কবিতা। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে সোজা ইডি-র দফতরে চলে যান বিআরএস এমএলসি কে কবিতা। অতীতে ব্যবহৃত সমস্ত মোবাইল ফোন এদিন ইডি-র কাছে জমা দিয়েছেন কে কবিতা। প্রসঙ্গত, এর আগে সোমবার (২০ মার্চ) ১০ ঘন্টারও বেশি সময় ধরে কে কবিতাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

ইডি-কে লেখা একটি চিঠিতে কে কবিতা জানিয়েছেন, "আপনাদের সামনে বারবার উপস্থিতির ধারাবাহিকতা ও অগ্রগতির জন্য এবং যথাযথ সহায়তা এবং সহযোগিতা প্রদান হিসেবে আমি অতীতে ব্যবহৃত সমস্ত ফোন জমা দিচ্ছি, যা আমি অতীতে ব্যবহার করেছিলাম।" কে কবিতা আরও লিখেছেন, "এই ফোনগুলি আমার অধিকার এবং কোনও রকম বিতর্ক ছাড়াই জমা দেওয়া হচ্ছে।"

উল্লেখ্য, ৪৪ বছর বয়সী কে কবিতাকে এর আগে গত ১১ মার্চ ও ২০ মার্চ জিজ্ঞাসাবাদ করেছিল ইডি, প্রথম দিন প্রায় ৯ ঘন্টা ইডি-র দফতরে ছিলেন তিনি। আর ২০ মার্চ, সোমবার ১০ ঘন্টারও বেশি সময় ধরে কে কবিতাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ১১ মার্চ জিজ্ঞাসাবাদের পর ১৬ মার্চ কে কবিতাকে পুনরায় ডাকা হয় ইডি-র পক্ষ থেকে। কিন্তু, ওই দিন তিনি ইডি-র দফতরে হাজিরা দেননি। এরপর দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য ২০ মার্চ হাজিরা দিতে বলা হয়েছিল কে কবিতাকে। সেই মতো সোমবার ইডি-র দফতরে হাজিরা দেন কে কবিতা। পুনরায় তাঁকে মঙ্গলবার ডাকা হয়।



You might also like!