Country

1 week ago

Kamal Hasan: ভোট দিতে গিয়ে ধাক্কাধাক্কি-হুড়োহুড়ির মুখে পড়লেন কমল হাসান!

Kamal Hasan (File Picture)
Kamal Hasan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনে ভোট দিলেন কমল হাসান। চেন্নাইয়ের একটি বুথে ভোটদান করেন অভিনেতা। সাধারণ ভোটারদের সঙ্গে লাইন দিয়ে ভোটদান করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এরপরই বাধে গন্ডোগোল। কমল হাসানের ভোটদানের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে উপচে পড়ে ভিড়। মাক্কাল নীধি মাইয়াম (MNM) দলের সুপ্রিমো কমল হাসানকে ঘিরে ধাক্কাধাক্কি শুরু হয়। নাজেহাল হয়ে পড়েন তিনি।

সংবাদসংস্থার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, চেন্নাইয়ের কোয়েম্বেদুতে একটি বুথ কেন্দ্রে কমল হাসানকে দেখতে জনতার ভিড় উপচে পড়ে। প্রবল ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যান অভিনেতা রাজনীতিবিদ। ভিড় নিয়ন্ত্রণ করতে হস্তক্ষেপ করে পুলিশ।

উল্লেখ্য, চলতি বছর কমল হাসান এবং তাঁর দল মাক্কাল নীতি মাইয়াম লোকসভা ভোটে লড়ছেন না। তবে তাঁকে DMK এবং বাম প্রার্থীদের সমর্থনে প্রচার করতে দেখা গিয়েছে।

প্রথম পর্বের নির্বাচনে বিশেষ ফোকাসে রয়েছে তামিলনাড়ু। এই রাজ্যের মোট ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে শুক্রবার। এখানে ত্রিমুখী লড়াইয়ে BJP, DMK এবং AIADMK।

এদিন সকাল থেকেই সাউথ সুপারস্টারদের একে একে ভোট দিতে পৌঁছে যেতে দেখা গিয়েছে। কমল হাসানের পাশাপাশি ভোটদান করেছেন অভিনেতা বিজয় সেতুপতি, রজনিকান্ত, অজিত কুমার, ইলিয়ারাজা, শরৎ কুমার, রাধিকা শরৎ কুমার, ধনুশ এবং শ্রীভাকার্থিকেয়ান। সকলে রেকর্ড হারে ভোটদানের আর্জি জানিয়েছেন সুপারস্টার রজনিকান্ত। তিনি বলেন, 'আমি ভোট দিইনি, এ কথা বলার মধ্যে কোনও গর্ব নেই। বরং এটা আমাদের সকলের কর্তব্য।'

You might also like!