Breaking News

 

Country

2 weeks ago

Bournvita: ই কমার্স সাইটে স্বাস্থ্যকর পানীয়ের তালিকায় নেই বোর্নভিটা, নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রকের

Bournvita
Bournvita

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃস্বাস্থ্যকর পানীয়ের তালিকায় আর থাকবে না 'বোর্নভিটা'। সব ই কমার্স সাইটগুলিকে এমনই নির্দেশ দিল কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক। কেন্দ্র জানিয়েছে, অনলাইন বিপণন সংস্থাগুলি তাদের সাইট বা প্ল্যাটফর্মে 'স্বাস্থ্যকর পানীয়' হিসেবে বোর্নভিটাকে রাখতে পারবে না।

কেন্দ্রীয় মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, শিশু অধিকার রক্ষাকারী জাতীয় কমিশনের তদন্তে জানা গিয়েছে, নির্ধারিত মাত্রার থেকে অতিরিক্ত চিনি থাকায় বোর্নভিটা-কে স্বাস্থ্যকর পানীয়ের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তদন্তে জানা গিয়েছে, দেশের খাদ্য আইনে 'স্বাস্থ্যকর পানীয়' বলে কিছু নেই।

চলতি মাসের শুরুতে FSSI সব অনলাইন সাইটগুলিতে আগেই নির্দেশ দিয়েছিল, সব পন্যের যেন সঠিক শ্রেণিকরণ করা হয়। দুধজাত বা শস্যজাত পানীয়কে হেলথ ড্রিঙ্ক বলে চালানো যাবে না।

You might also like!