ফিরোজপুর, ৩০ জুলাই : জম্মু থেকে জোধপুরগামী সোমনাথ এক্সপ্রেস ট্রেনে বোমাতঙ্ক! ট্রেনে বোমা-হুমকির খবর পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে পুলিশ। পঞ্জাবের ফিরোজপুরের কাসু বেগু স্টেশনে ট্রেন থামিয়ে জোরদার তল্লাশি চালানো হয়। মঙ্গলবার সকালে ট্রেনটিতে বোমা রাখা আছে বলে পুলিশের কাছে উড়ো ফোন আসে। তারপরই ট্রেন থামানোর সিদ্ধান্ত নেয় রেল। ট্রেনটি তখন পঞ্জাবের কাসু বেগু স্টেশন পেরোচ্ছিল। স্টেশন মাস্টারের কাছে খবর যেতেই তৎক্ষণাৎ ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। যাত্রীদের নামিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ আধিকারিকরা।
পুলিশ জানিয়েছে, জম্মু থেকে যোধপুরগামী সোমনাথ এক্সপ্রেস ট্রেনটি ফিরোজপুরের কাসু বেগু স্টেশনে থামানো হয়। পুলিশ বোমার হুমকির বিষয়ে ফোন পেয়েছিল। ফিরোজপুরের এসএসপি সৌম্যা মিশ্র বলেছেন, "ফিরোজপুর পুলিশ খবর পেয়েছে, কাসু বেগু রেলওয়ে স্টেশনে একটি ট্রেন থামানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং স্টেশন ঘিরে রাখা হয়। যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে... তিনটি বোমা নিষ্ক্রিয় স্কোয়াড, পঞ্জাব পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছেছে।